thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার আহ্বান

২০১৪ জানুয়ারি ০৭ ২১:৩১:৪৮
শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে নাশকতায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সচেতন হওয়া উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় স্কুল-কলেজের আশেপাশের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার আহ্বান জানান তিনি।

নাশকতায় ক্ষতিগ্রস্ত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করার সময় এ আহ্বান জানান তিনি।

৩ জানুয়ারি রাত ৩টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাশকতাকারীরা আগুন দেয় বলে জানান স্কুল কর্তৃপক্ষ।

এ পরিদর্শনকে প্রতীকী উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ পরিদর্শনের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই শিক্ষা প্রতিষ্ঠানে নাশকতার বিষয়ে আমরা উদ্বগ্ন।

শিক্ষা প্রতিষ্ঠানে নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর