thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

বান্দরবানে লামা আ.লীগ সভাপতি গ্রেফতার

২০১৪ জানুয়ারি ০৭ ২১:৩২:৫৪
বান্দরবানে লামা আ.লীগ সভাপতি গ্রেফতার

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের লামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার লামা উপজেলা বাজার থেকে মঙ্গলবার রাত আটটায় পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি স্বীকার করে লামা থানার সেকেন্ড অফিসার হেলাল উদ্দিন দ্য রিপোর্টকে জানান, ঘর পোড়ানো মামলায় আবুল কালামকে বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রসন্নকান্তি তঞ্চঙ্গ্যার (ঘড়ি প্রতীক) পক্ষে কাজ করায় নির্বাচন পরবর্তী সহিংসতার অংশ হিসেবে তাকে আটকের পর মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী প্রসন্নকান্তি তঞ্চঙ্গ্যাদ্য রিপোর্টকে জানান, আমার পক্ষে কাজ করায় আওয়ামী লীগের লামা ইউনিয়ন সভাপতি আবুল কালামকে গ্রেফতারের বিষয়টি সত্যিই দুঃখজনক। আওয়ামী লীগের একজন সক্রিয় সৈনিক হয়েও সে রেহাই পায়নি। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এপি/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর