thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সতর্ক থাকুন, প্রতিরোধ গড়ে তুলুন : সৈয়দ আশরাফুল

২০১৪ জানুয়ারি ০৭ ২১:৪৩:০২
সতর্ক থাকুন, প্রতিরোধ গড়ে তুলুন : সৈয়দ আশরাফুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি-জামায়াত অপশক্তির যেকোন ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি।

মঙ্গলবার এক বিবৃতিতে সৈয়দ আশরাফ দিনাজপুর, ঠাকুরগাঁও, যশোর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর বাড়ি-ঘর, দোকানপাট, উপাসনালয় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ছদ্মাবরণে বিএনপি-জামায়াত গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এক নৈরাজ্যকর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। তারা হরতাল, অবরোধের নামে জনগণকে জিম্মি করে তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন, সুশাসন, আর্থ-সামাজিক ক্ষেত্রে যে অনন্য সাধারণ অগ্রগতি ও যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে, সেই ধারাবাহিকতাকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

(দ্য রিপোর্ট/বিকে/এসবি/এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর