thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সিলেটে জামায়াতের হরতাল বুধবার

২০১৪ জানুয়ারি ০৭ ২২:১৩:০৬
সিলেটে জামায়াতের হরতাল বুধবার

সিলেট অফিস : সিলেট জেলা (উত্তর) জামায়াতের আমির হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান ও সেক্রেটারি মাওলানা মো. ইসলাম উদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

তাৎক্ষণিকভাবে মঙ্গলবার রাতে জেলা জামায়াতের কর্মপরিষদের এক বৈঠক থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জামায়াত নেতা সৈয়দ ফয়জুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা অর্থ সম্পাদক মাওলানা এটিএম শামসুদ্দীন, অফিস ও প্রচার সম্পাদক গোলজার আহমদ হেলাল, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা আবদুল মান্নান।

বৈঠকে জেলা আমির ও সেক্রেটারিকে গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তাদের মুত্তির দাবি জানানো হয়।

সিলেট জেলা উত্তর জামায়াতের আমির হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান ও সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিনকে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পাটানটুলার বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেফতার করে।

(দ্য রিপোর্ট/এমজে/এমএআর/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর