thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

যুক্তরাজ্যের ‘শ্রেষ্ঠ আধুনিক প্রধানমন্ত্রী’ মার্গারেট থ্যাচার!

২০১৪ জানুয়ারি ০৭ ২২:৪৬:১৩
যুক্তরাজ্যের ‘শ্রেষ্ঠ আধুনিক প্রধানমন্ত্রী’ মার্গারেট থ্যাচার!

দ্য রিপোর্ট ডেস্ক : ১৯৪৫ থেকে ২০১০ সাল পর্যন্ত যুক্তরাজ্যে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীদের মধ্যে ‘শ্রেষ্ঠ আধুনিক প্রধানমন্ত্রী’ হিসেবে নির্বাচিত হয়েছেন মার্গারেট থ্যাচার।

ইউনিভার্সিটি অব লন্ডনের পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। ওই জরিপে দেখা যায়, আধুনিক প্রধানমন্ত্রীর খেতাব লাভের ক্ষেত্রে পছন্দের তালিকায় বর্তমানে ক্ষমতায় থাকা ১০ম প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকেও ছাড়িয়ে গেছেন সাবেক এই ‘লৌহমানবী’।

জনপ্রিয়তার তালিকায় মার্গারেট পেয়েছেন ৭.৪ পয়েন্ট, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মি. অ্যাটলি পেয়েছেন ৭.৩ ও লেবার পার্টির টনি ব্লেয়ার পেয়েছেন ৬.৮ পয়েন্ট।

এ ছাড়াও সুপরিচিত প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল পেয়েছেন ৬.৫ ও মাত্র ৩.৩ পয়েন্ট পেয়ে তালিকায় সবার নিচে রয়েছেন লেবার পার্টির আরেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।

মার্গারেট থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি গত বছরের এপ্রিলে ৮৭ বছর বয়সে মারা যান।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর