thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আফিল ও মনিরকে ইসির শোকজ

২০১৪ জানুয়ারি ০৭ ২৩:০০:১২
আফিল ও মনিরকে ইসির শোকজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে যশোর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন ও ২ আসনের প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের বৈঠকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী এ দুই প্রার্থীকে কেন তাদের প্রার্থিতা বাতিল করা হবে না জানতে চেয়ে শোকজ নোটিশ পাঠানো হচ্ছে।

শোকজ নোটিশে আগামী ১০ দিনের মধ্যে লিখিত, মুদ্রিত ও নিজের স্বাক্ষর করা জবাব কমিশন বরাবরে পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগতভাবে হাজির হয়ে শুনানি করতে চাইলে নোটিশের জবাবের সঙ্গে তা জানাতে বলা হয়েছে।

শোকজ নোটিশে তিনটি কারণ উল্লেখ করেছে ইসি। প্রথমত, যশোর-২ আসনে কলস প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. শাহীন-উল-কনীর নির্বাচন কমিশনে দাখিল করা অভিযোগ। দ্বিতীয়ত, সে আসনের নির্বাচনী তদন্ত কমিটি কর্তৃক অভিযোগ নং ০৫/২০১৪ এ পরিপ্রেক্ষিতে প্রতিবেদন। তৃতীয়ত, বিভিন্ন পত্রিকার প্রতিবেদন।

দু’জনকে দেওয়া পৃথক শোকজ নোটিশে বলা হয়েছে, গত ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে নির্বাচনে আপনার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা সীমানা সংলগ্ন ৬টি ইউনিয়নে ভোটার তালিকাসহ অনুপ্রবেশ করে নৌকা প্রতীককে বিজয়ী করতে যা যা করা প্রয়োজন সে ব্যাপারে আপনি সম্পূর্ণ সহযোগিতা প্রদান করবেন বলে বলেছেন। আপনি আরও বলেন যে, প্রতিটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের ১০০ জন কর্মী ভোটকেন্দ্র দখল করে নৌকা প্রতীকের জয় সুনিশ্চিত করতে হবে।

শোকজে বলা হয়েছে, আপনার উল্লিখিত কর্ম গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর অনুচ্ছেদ ৮১(১)(এফ) অনুসারে দণ্ডনীয় অপরাধ।

(দ্য রিপোর্ট/ এমএস/এপি/আইজেকে/এএস/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর