thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

জামায়াত নেতা নাজির আহমেদ মারা গেছেন

২০১৪ জানুয়ারি ০৮ ০২:০৮:৪৪
জামায়াত নেতা নাজির আহমেদ মারা গেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক এ কে এম নাজির আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দলের প্রচার বিভাগ এ তথ্যটি নিশ্চিত করেছে।

জানা যায়, ২ ডিসেম্বর নাজির আহমেদকে গ্রেফতারের জন্য তার বাসায় অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে আটক করে নিয়ে যায় তার ছেলেকে। এর পরপরই স্ট্র্রোক করেন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ২ জানুয়ারি দ্বিতীয় দফায় হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

(দ্য রির্পোট/কেএ/এএস/৮ জানুয়ারি ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর