thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

জলাবদ্ধতা নিরসনে কোটি টাকা মূল্যের ভূমি দান

২০১৪ জানুয়ারি ০৮ ০৪:০০:১৮
জলাবদ্ধতা নিরসনে কোটি টাকা মূল্যের ভূমি দান

সিলেট অফিস : সিলেট নগরীর ছড়ার প্রবাহ নিশ্চিত করার স্বার্থে এবার লালাদীঘিরপাড়ের এক পরিবার তাদের মালিকানাধীন প্রায় কোটি টাকা মূল্যের জায়গা সিটি করপোরেশনকে দান করেছেন।

মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ লালাদীঘিরপাড় এলাকার মুরব্বিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বেঠকে ওই বাসিন্দারা ভূমি দানে সম্মতি দেন।

দাতা এ পরিবারের সদস্যরা হলেনÑ নগরীর লালাদীঘিরপাড়ের (কলকাকলী ৩৩) আবদুর রহমান আবুল ও তার ভাই আকবুল হোসেন। মঙ্গলবার বাদ আসর তাদের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় এলাকাবাসী ও সিটি করপোরেশন সূত্র জানায়, সিলেট নগরীর বিলপাড় ও ভাতালিয়া এলাকার পানি বসুখাল ছড়া হয়ে লালদীঘিরপাড় ডোবায় এসে মিশেছে। এ ডোবা থকে পানি কুয়ারপাড়-শেখঘাট হয়ে গাভীয়ার খালে প্রবাহিত হয়। কিন্তু লালাদীঘিরপাড়ের ডোবার জায়গাটি ব্যক্তি মালিকানাধীন হওয়ার ওই ডোবা দিয়ে সঠিকভাবে পানিপ্রবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

অবশেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর অনুরোধে সাড়া দিয়ে নগরবাসীর স্বার্থে ভূমির মালিকদ্বয় ছড়ার প্রবাহ নিশ্চিত করার স্বার্থে পর্যাপ্ত জায়গা দিতে সম্মতি দেন (মিউনিসিপালিটি মৌজা, জেএল নং ৯১, দাগ নম্বর ৮৭৬)।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, এই জমি প্রদানের কারণে এলাকার পানিপ্রবাহের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সমাধান হবে। পানির প্রবাহ নিশ্চিতকরণের জন্য ভূমির মালিকের ১৫-১৬ শতক জায়গা সিটি করপোরেশনকে দিয়ে দিচ্ছেন, যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা।

ভূমির মালিক আব্দুর রহমান আবুল ও আকবুল হোসেন জানান, সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর অনুরোধে সাড়া দিয়েই তারা এই ভূমি দান করতে উদ্যোগী হয়েছেন। তারা বলেন, জলাবদ্ধতার কারণে সিলেট নগরবাসী বিশেষ করে লালাদীঘিরপাড়-কুয়ারপাড় এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই ভূমির মাধ্যমে লালাদীঘিরপাড়-কুয়ারপাড়সহ সিলেট সিটির মানুষ যদি উপকৃত হন, তাহলেই তাদের এই দান পূর্ণতা পাবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ওই পরিবারের দানকে ‘যুগান্তকারী’ আখ্যায়িত করে বলেন, সিলেটবাসী যে বিশাল হৃদয়ের অধিকারী এ পরিবার তা আবার প্রমাণ করলেন।

তিনি বলেন, অতীতেও আমি উন্নয়ন করতে গিয়ে সিলেটবাসীর অকুণ্ঠ সমর্থন পেয়েছি। এবারও ছড়া ও খালের প্রবাহ নিশ্চিত করতে গিয়ে জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাচ্ছি।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর