thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

রংপুর-৬ উপনির্বাচনে প্রার্থী হবেন জয়

২০১৪ জানুয়ারি ০৮ ০৪:৩৯:৫৩
রংপুর-৬ উপনির্বাচনে প্রার্থী হবেন জয়

রংপুর সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর-৬ (পীরগঞ্জ) ছেড়ে দেওয়া আসন থেকে তার ছেলে সজীব ওয়াজেদ জয় উপনির্বাচন করবেন। এ জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন পীরগঞ্জের স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

দলীয় সূত্রে জানায়, ৩ জানুয়ারি রংপুরের পীরগঞ্জে এক নির্বাচনী পথসভায় এবং ঘরোয়া বৈঠকে জয় জানান, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলে তিনি উপনির্বাচন করার বিষয়টি ভেবে দেখবেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের আশ্বাস দেন। ওই বৈঠকে উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ ১৪ দলের নেতারাও উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘণ্টা চলা ওই বৈঠকে সবার মতামত গুরুত্বসহকারে শোনেন সজীব ওয়াজেদ জয়। এ সময় ভেন্ডাবাড়ী থানাসহ পীরগঞ্জের সার্বিক উন্নয়নের দাবি উত্থাপন করা হয় জয়ের কাছে। সেখানে উপনির্বাচনে জয়কে প্রার্থী করারও জোরালো দাবি ওঠে। এ সময় নেতাকর্মীদের দাবির মুখে জয় বলেন, আমি নির্বাচনে না গেলেও পীরগঞ্জের অভিভাবক হয়ে কাজ করবো।

অন্যদিকে, গত বছর ৩১ ডিসেম্বর রংপুরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জয়কে নির্বাচনের পর আপনাদের কাছে পাঠিয়ে দেবো। জয় এসে আপনাদের সঙ্গে থাকবে। এবার জয় আপনাদের সেবা করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, জয় আপনাদেরই সন্তান। তাকে পীরগঞ্জে আসতে হবে। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে। জয় আপনাদের কথা সব সময় ভাবে।

প্রধানমন্ত্রীর এই কথার মধ্যে জয়ের উপনির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত রয়েছে বলে মনে করেন স্থানীয় নেতারা। তার আগে রীতি অনুযায়ী আগামী সংসদে শপথ নিতে হলে দুটি আসনের মধ্যে একটি আসন ছেড়ে দিতে হবে প্রধানমন্ত্রীকে। সে ক্ষেত্রে ছেড়ে দেওয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপনির্বাচনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজীব ওয়াজেদ জয়।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু জোর দিয়ে বলেন, জয় উপনির্বাচনে অংশগ্রহণ করবেন, আমরা এটাই আশা করছি। এ লক্ষে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসএমজে/এএস/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর