thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

২০১৪ জানুয়ারি ০৮ ০৯:০৪:৩০
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

পাবনা সংবাদদাতা : পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরে মিলন হোসেন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই মহল্লার গোলাম মোস্তফা ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, শহরের কাজ শেষ করে মিলন বাড়ি ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা মিলনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত মিলনের চিৎকারে স্থানীয়রা ছুঁটে এসে তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে মিলন মারা যায়।

ওসি হানিফুল আরও জানান, নিহত মিলনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। লাশের ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতার জের ধরে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর