thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

২০১৪ জানুয়ারি ০৮ ১১:৫০:১৫
ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: একটানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের উভয় পুঁজিবাজার। বুধবার দিনের শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতায়। দুপুড় দেড়টা পর্যন্ত এ প্রবণতা অব্যাহত রয়েছে।

আলোচ্য সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েণ্ট বেড়ে অবস্থান করছে ৪৩৮৭ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৯৪ লাখ টাকা।

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গোল্ডেন সনের। দুপুর দেড়টা পর্যন্ত এ কোম্পানির ২৬ লাখ ৬৩ হাজার শেয়ার ১৮ কোটি ২৪ লাখ টাকায় লেনদেন হয়েছে।

মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৩০ পয়েন্টে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ১১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬১১ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৯ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর