thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বোমা হামলার মামলায় গ্রেফতার বিএনপির ৩ নেতা

২০১৪ জানুয়ারি ০৮ ১১:৫৭:৫৭
বোমা হামলার মামলায় গ্রেফতার বিএনপির ৩ নেতা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে রমনা বিভাগের ডিসি অফিসে বোমা হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত রবিবার রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১৪। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, গত ৪ জানুয়ারি রমনা বিভাগের ডিসি কার্যালয়ে বোমা হামলা করেছিল কতিপয় দুর্বৃত্ত। এ ঘটনায় ৩ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের গ্রেফতার দেখানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এমসি/শাহ/এএল/জানুয়ারি ৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর