thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আগামী সপ্তাহেই নতুন সরকার গঠন

২০১৪ জানুয়ারি ০৮ ১২:০০:১৮
আগামী সপ্তাহেই নতুন সরকার গঠন

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী সপ্তাহের যে কোনো দিন নতুন সরকার গঠন করা হবে এবং নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী সমর্থক জোটভুক্ত ২২টি সংগঠনের হরতাল-অবরোধবিরোধী মানববন্ধনে বুধবার সকালে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এ সরকার গঠনের মধ্য দিয়ে দেশ নতুনভাবে পরিচালনা শুরু হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, এখন আর সংলাপ নয়, এখন সময় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার।

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশকে মুক্ত করা হয়েছে। সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলাকারী এবং ইন্ধনদাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/জেএম/শাহ/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর