thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

পুড়ে গেল আর্জেন্টিনার ৯০ ভাগ সংরক্ষিত বন

২০১৪ জানুয়ারি ০৮ ১২:১৫:৪৫
পুড়ে গেল আর্জেন্টিনার ৯০ ভাগ সংরক্ষিত বন

দ্য রিপোর্ট ডেস্ক : অসচেতনতার কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে আর্জেন্টিনার ক্লারোমেকো পর্যটক এলাকার প্রায় ৯০ ভাগ সংরক্ষিত বন পুড়ে গেছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানান। খবর এনডিটিভির।

বুয়েন্স আয়ার্স প্রদেশের অন্তর্গত এল ভিভেরো নামের ওই সংরক্ষিত বনাঞ্চল দেশটির পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হতো।

ওই বনাঞ্চলে প্রায় ৩ হাজার হেক্টর এলাকাজুড়ে মূল্যবান একাশিয়া, ইউক্যালিপটাস, পাইন ও ট্যামারিস্ক বৃক্ষ ছিল, যার বেশিরভাগই আগুনে পুড়ে গেছে।

ওই অঞ্চলটির পার্শ্ববর্তী পৌরসভার ডেপুটি মেয়র হুগো ফার্নান্দেস স্থানীয় এক রেডিওতে দেওয়া বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট অথবা গাড়ির চাকার ঘর্ষণের ফলে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

ওই অঞ্চলে আগুন ব্যবহারের বিষয়ে পর্যটকদের জন্য কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া ছিল বলেও জানান ফার্নান্দেস।

তিনি জনান, যখন অগ্নিকাণ্ডের শুরু হয় তখন ওই এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছিল। এ ছাড়াও তাপমাত্রা ছিল প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/এএল/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর