thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ওবামার সমালোচনায় সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২০১৪ জানুয়ারি ০৮ ১২:৪৯:৩১
ওবামার সমালোচনায় সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক : সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস তার লেখা একটি বইয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার আফগানিস্তান যুদ্ধের নীতির কঠোর সমালোচনা করেছেন।

‘ইন ডিউটি : মেমোরিস অব দ্য সেক্রেটারি অব ওয়ার’ নামের বইটিতে রবার্ট বলেন, আফগান কৌশলের সাফল্যের ব্যাপারে প্রেসিডেন্ট নিজেই সন্দিহান ছিলেন।

তবে তিনি ওবামাকে ‘ব্যক্তিগতভাবে একজন সৎ মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। রবার্ট আরও বলেন, বুশ প্রশাসনের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ইরাক ও আফগান যুদ্ধ নিয়ে অস্বস্তিতে ছিলেন ওবামা।

ওবামার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জেনারেল ডেভিড পেট্রাউসের প্রতি খুব একটা আস্থা ছিল না বলে ওই বইতে জানিয়েছেন রবার্ট।

রবার্ট গেটস জর্জ বুশ ও বারাক ওবামার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, যিনি ডেমোক্রেটিক ও রিপাবলিকান এই দুই দলের শাসনামলে দায়িত্ব পালন করেছেন। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর