thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

ফের শুরু হচ্ছে মুরসির মামলার শুনানি

২০১৪ জানুয়ারি ০৮ ১৩:১৩:১২
ফের শুরু হচ্ছে মুরসির মামলার শুনানি

দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মামলার শুনানি ফের কায়রোর একটি আদালতে শুরু হতে যাচ্ছে। মুরসির আদালতে হাজির হওয়া উপলক্ষে দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

২০১২ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ আনা হয়েছে মুরসি ও মুসলিম ব্রাদারহুডের কয়েক নেতার বিরুদ্ধে। এ ছাড়া ২০১১ সালে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় জেল ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনায় মুরসিকে অভিযুক্ত করা হয়েছে।

গত বছরের ৩ জুলাই সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে হটিয়ে দেয়। এর পর থেকেই তার সমর্থকরা এর বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবারের বিক্ষোভে মুসলিম ব্রাদারহুডের ১১ জন নিহত হন।

মানবাধিকার সংগঠনগুলো মুরসির বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

তবে মুরসি ন্যায়বিচার পাবেন বলে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন।

গত বছরের নভেম্বর মাসে মুরসিকে প্রথম আদালতে হাজির করা হয়। এ সময় মুরসি নিজেকে মিসরের প্রেসিডেন্ট দাবি করে বলেন, তাকে জোর করে আটকে রাখা হয়েছে। তিনি কয়েদির পোশাক পড়তেও অস্বীকৃতি জানান। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর