thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

নির্বাচন পরবর্তী সহিংসতার সুষ্ঠু তদন্ত দাবি বিএনপির

২০১৪ জানুয়ারি ০৮ ১৩:৪৫:১৪
নির্বাচন পরবর্তী সহিংসতার সুষ্ঠু তদন্ত দাবি বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন পরবর্তী সারাদেশে যারা সহিংসতা সৃষ্টি করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তি দাবি করেছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বুধবার দুপুরে তার বনানী ডিওএইচএসের বাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘যারা সহিংসতা ঘটাচ্ছে তাদের কোনো পরিচয় থাকতে পারে না। তারা দুর্বৃত্ত। তারা আমাদের ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে কালিমা লেপন করতে চায়। তারা সাম্প্রদায়িকতা উস্কে দিতে চায়। তাই আসুন আমরা সকলে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, একসঙ্গে রুখে দাড়াই।’

তিনি বলেন, ‘বিএনপি আহুত সকল রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক ও নি:সন্দেহে অহিংস এবং শান্তিপূর্ণ। অথচ অনেক অপশক্তি স্বার্থান্বেষী মহল ও গোষ্ঠী তাদের গণবিরোধী, রাষ্ট্রবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে স্বচ্ছ পানিকে ঘোলা করে মাছ শিকারের অপচেষ্টা করছে।’

সংবাদ সম্মেলনের পর গ্রেফতারের আশঙ্কা করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি গ্রেফতারের আশঙ্কা করছি না। কারণ আমি কথা বলছি যারা নাশকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে।’

দলীয় নেতাকর্মীদের গ্রেফতার চলমান আন্দোলনে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে বিএনপির এই নীতিনির্ধারক নেতা বলেন, ‘সময়ই বলে দেবে, আন্দোলন সফল হয়েছে কি না।’

(দ্য রিপোর্ট/টিএস/এমসি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর