thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সংখ্যালঘুর বাড়িতে আগুন, আতঙ্কে একজনের মৃত্যু

২০১৪ জানুয়ারি ০৮ ১৩:৫১:২১
সংখ্যালঘুর বাড়িতে আগুন, আতঙ্কে একজনের মৃত্যু

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে সংখ্যালঘুর খড়ের গাদায় অগ্নিসংযোগের দৃশ্য দেখে আতঙ্কে সুজেন চন্দ্র নামের একজন মারা গেছেন। এ ছাড়া উপজেলার শ্যামপুর গ্রামের সংখ্যালঘু সুকুমারের বাড়িতেও আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার সোনাকুল গ্রামের সংখ্যালঘু সুজেন চন্দ্র দাসের বাড়ির খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা । এ সময় গৃহকর্তা সুজেন আগুন দেখে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

একই সময় সদর উপজেলার শ্যামপুর গ্রামের সংখ্যালঘু সুকুমারের বাড়িতেও আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় তার ঘরের আসবাবপত্র পুড়ে যায়। এ ছাড়া পাঁচবিবি বাজারে বিরোধী দলের এক সমর্থকের দোকানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা দুটি স্থানে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

(দ্য রিপোর্ট/এএম/এনডিএস/শাহ/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর