thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

গাইবান্ধায় নতুন ডিসি

২০১৪ জানুয়ারি ০৮ ১৪:০২:০২
গাইবান্ধায় নতুন ডিসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) মো. জহিরুল ইসলাম রোহেলকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। অপর এক আদেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মো. এহছানে এলাহীকে গাইবান্ধার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার চারটি আসনের মধ্যে তিনটি আসনে নির্বাচন স্থগিত হওয়ায় গত সোমবার গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে (এসপি) বদলির নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন গাছ ফেলে ও সড়ক কেটে গাইবান্ধা সদরের সঙ্গে বিভিন্ন কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ১৮ দলীয় জোটের কর্মীরা। ফলে বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পৌঁছানো সম্ভব হয়নি। এ ছাড়া কেন্দ্রে অগ্নিসংযোগ ও লুটপাটসহ ব্যাপক সহিংসতা চালায় ভোটবিরোধীরা। জেলার এ তিনটি আসনের ৪৬৫টি কেন্দ্রের মধ্যে ২০৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/এএল/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর