thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

হরতাল-অবরোধেও সচল ভোমরা স্থল বন্দর

২০১৪ জানুয়ারি ০৮ ১৪:২৪:৪৮
হরতাল-অবরোধেও সচল ভোমরা স্থল বন্দর

সাতক্ষীরা সংবাদদাতা : হরতাল-অবরোধের মধ্যেও সচল রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে অবরোধ ও হরতালের মধ্যে ব্যবসায়ীরা মালামাল আমদানি-রফতানি করেছেন বলে জানান ভোমরা স্থল বন্দর কাস্টমসের সহকারী কমিশনার উত্তম কুমার বিশ্বাস।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে ৪, ৫ ও ৬ জানুয়ারি ভোমরা স্থল বন্দরের কাজ বন্ধ থাকলেও মঙ্গল ও বুধবার বন্দরে যথারীতি আমদানি-রফতানি হচ্ছে।’ মঙ্গলবার ২৮৮টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢুকেছে বলেও জানান তিনি।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, বিজিবি টহলের মাধ্যমে কিছু কিছু মালামাল ঢাকায় পাঠানো হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমআর/এনডিএস/আরকে/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর