thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘সংখ্যালঘুদের ওপর হামলায় আ. লীগের সুবিধা বেশি’

২০১৪ জানুয়ারি ০৮ ১৪:৪১:০০
‘সংখ্যালঘুদের ওপর হামলায় আ. লীগের সুবিধা বেশি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংখ্যালঘুদের ওপর হামলায় আওয়ামী লীগের সুবিধা বেশি বলে মন্তব্য করেছেন ‘সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বিক্ষুব্ধ জনতা’।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ মন্তব্য করেন।

তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলাসহ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজনৈতিক দলগুলো বেশি সুবিধা ভোগ করে। বিশেষ করে আওয়ামী লীগ এ সকল ঘটনার সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে থাকে। এরপর জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টি তো ক্রমান্বয়ে সুবিধা ভোগ করেই।

রামুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা নেতৃত্ব দিয়ে রামুর সহিংসতার ঘটনা ঘটিয়েছে। কিন্তু এ ঘটনার সুবিধা প্রত্যেকটি রাজনৈতিক দল ভোগ করেছে। নিজেদের মধ্যে সাম্প্রদায়িক চরিত্র রেখে তো সাম্প্রদায়িকতা রোধ করা যাবে না।

মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের সকল দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশনের ভূমিকা কি ছিল তা আমরা জানতে চাই। সাধারণ জনগণের টাকায় বেতনভুক্ত গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কাছে তো এ সকল ঘটনার তথ্য আগে থেকেই থাকার কথা। তারা কেন এ সহিংসতা প্রতিরোধে আগেই উপযুক্ত ব্যবস্থা নিলো না। সরকার ও প্রশাসনের কাছে এ ব্যাপারে আমরা জানতে চাই।

শিপ্রা ঘোষ লিখিত বক্তব্যে বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর দায়ভার সরকার ও বিরোধী দল কেউ এড়াতে পারবে না। সরকার আজও বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে।

সংখ্যালঘুদের ওপর হামলা বহু আগে থেকেই হয়ে আসছে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার এ সকল সহিংসতায় এক নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যখনই সাম্প্রদায়িক হামলা হচ্ছে তখন দেখা যাচ্ছে কেউ লুটপাট করছে, নির্যাতন করছে। রাজনৈতিক ও সামাজিকভাবে এ সমস্যার সমাধান হচ্ছে না। দলমত নির্বিশেষে আমাদের এ সমস্যার সমাধান করতে হবে। নিজ নিজ এলাকায় এক জোট হয়ে প্রতিরোধ করতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর অস্থিতরতার কারণেই বারবার এ সব ঘটনা ঘটছে।

সাম্প্রদায়িক সহিংসতায় সংখ্যালঘুদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেঘনা গুহ ঠাকুর, জাহানারা নুরি, পারভেজ আলম, কবিতা ইসলাম।

(দ্য রিপোর্ট/এসআর/আরকে/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর