thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

‘মন্ত্রী নয়, সংসদ সদস্য হিসেবেই থাকতে চাই’

২০১৪ জানুয়ারি ০৮ ১৬:২১:৪৩
‘মন্ত্রী নয়, সংসদ সদস্য হিসেবেই থাকতে চাই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন সরকারের মন্ত্রী হিসেবে নয়, একজন সংসদ সদস্য হিসেবেই থাকতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে বুধবার ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (রিহ্যাব)- এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মুহিত বলেন, ‘একজন মন্ত্রীর কাজের যে পরিমাণ চাপ ও যে সময় দিতে হয়, প্রতিদিন গড়ে ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়, আমার বয়স এখন এটা অনুমোদন করে না। সে বিবেচনায় আমি একজন সংসদ সদস্য হিসেবেই থাকতে চাই।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘তবে মন্ত্রী সিলেকশন করে থাকেন প্রধানমন্ত্রী। তিনি যদি কাউকে সিলেকশন করেন, সেটা এড়িয়ে যাওয়া কঠিন।’

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/আরকে/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর