thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

এক সচিব বদলি, ভারপ্রাপ্ত সচিব হলেন ৩ জন

২০১৪ জানুয়ারি ০৮ ১৬:২৪:৪০
এক সচিব বদলি, ভারপ্রাপ্ত সচিব হলেন ৩ জন

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রশাসনে এক সচিবকে বদলি করা হয়েছে। এ ছাড়া তিন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার জারি করা আলাদা আদেশে এ রদ-বদল আনা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগমকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য করা হয়েছে।

অপরদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার ইফতেখার হায়দারকে বিপিএটিসির (বাংলাদেশে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার) রেক্টর (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম আমির হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নাছিমা বেগমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/আরকে/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর