thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বৃহস্পতিবার সংসদ সদস্যদের শপথ : মায়া

২০১৪ জানুয়ারি ০৮ ১৬:২৮:৪৬
বৃহস্পতিবার সংসদ সদস্যদের শপথ : মায়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবার নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে নগর ১৪ দলের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

সকাল ১০টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান।

মায়া বলেন, ‘সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই। একাত্তরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই মিলে যুদ্ধ করেছিলাম। আজ তাদের ওপর হামলা মানে আমাদের স্বাধীনতার ওপর হামলা।’

তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা মহানগর ১৪ দলীয় জোট বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন এ তথ্য জানান।

ঢাকা মহানগর ১৪ দলের এ বিক্ষোভ সমাবেশে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

(দ্য রিপোর্ট/এএ/এইউএ/এমএআর/আরকে/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর