thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

চট্টগ্রাম ইপিজেড ও কেইপিজেডে শ্রমিক বিক্ষোভ

২০১৪ জানুয়ারি ০৮ ১৬:৪৪:২৮
চট্টগ্রাম ইপিজেড ও কেইপিজেডে শ্রমিক বিক্ষোভ

চট্টগ্রাম সংবাদদাতা : সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোর ভিত্তিতে বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রাম ইপিজেড ও কেইপিজেডের কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বুধবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। দুপুর ২টার দিকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, কেইপিজেডের পোশাক কারখানা ইউসিবিও, সিইপিজেডের জেএমএফ ও গেন্টাবাল ইয়ং ইন্টারন্যাশনাল, আরটিটি, আল সালাম ও কেইপিজেডের বেনকট কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।

শ্রমিক নেতা আরমানুল ইসলাম জানান, ডিসেম্বর থেকে নতুন কাঠামোয় বেতন দেওয়ার কথা। কিন্তু বেতন বাড়ানো হলেও সরকারি গেজেট অনুযায়ী দেওয়া হচ্ছে না। কয়েকটি কারখানায় নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন পরিশোধ করা হচ্ছে না। এ কারণে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এমএআর/ এনআই/জানুয়ারি ০৮, ২০১৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর