thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরীতে চুরি!

২০১৪ জানুয়ারি ০৮ ১৬:৪৯:২৮
ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরীতে চুরি!

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩০টি এসির সরঞ্জাম চুরি ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে কখন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী দ্য রিপোর্টকে চুরির তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগারে ৩০টি এসির তামার তাঁর চুরি ও এসির পাখা ভাঙচুর করা হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ হবে বড় অঙ্কের। এটা একটি পরিকল্পিত নাশকতা উল্লেখ করে তিনি বলেন- এ ঘটনায় মামলা করা হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পূর্ব পাশের ছাদে ২টি ও পশ্চিম পাশের ছাদে ২৮টিসহ মোট ৩০টি এসি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গ্রন্থাগারের এক কর্মচারী বুধবার গ্রন্থাগার খোলার পর এই বিষয়টি দেখেন। পরে তিনি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/ এনআই/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর