thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

চাঁপাইনবাবগঞ্জে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১১

২০১৪ জানুয়ারি ০৮ ১৭:০০:৪৭
চাঁপাইনবাবগঞ্জে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১১

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ গেটে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন আহত হয়েছেন।

দুই শিবিরকর্মীকে এ সময় আটক করেছে পুলিশ। সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগের এক কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা এনামুলকে পুড়িয়ে হত্যা, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলের শিবিরকর্মীরা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। প্রায় আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষে ককটেল, ইটপাটকেল ও ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হন।

তিনি আরো জানান, ছাত্রলীগ দাবি করেছে তাদের সাত কর্মী আহত হয়েছেন। অপরদিকে, শিবির দাবি করেছে তাদের চার কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন ছাত্রলীগকর্মী মামুনুর রশিদ মুন। তাকে প্রথমে সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৩০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ছাত্র সংগ্রাম পরিষদ সাটুহল মার্কেট মোড়ে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- কামাল উদ্দীন, অ্যাডভোকেট আব্দুস সামাদ, মিজানুর রহমান, মনিরুজ্জামান, নিয়ামুল হক, শাহনেওয়াজ, ফাইজার রহমান, জিয়াউর রহমান, আব্দুল মজিদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এআরএন/এমএইচও/এমএআর/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর