thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ঢাকা মহানগর ১৪ দলের বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার

২০১৪ জানুয়ারি ০৮ ১৭:০৮:০৪
ঢাকা মহানগর ১৪ দলের বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংখ্যালঘুর সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা মহানগর ১৪ দলীয় জোট বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করবে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় এ সমাবেশ করা হবে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বুধবার ঢাকা মহানগর ১৪ দলীয় জোটের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন এ তথ্য জানিয়েছেন।

সংখ্যালঘুদের ওপর বিএনপি-জামায়াত হামলা চালিয়েছে উল্লেখ করে এর প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নগর ১৪ দল নেতারা।

ঢাকা মহানগর ১৪ দলের এ বিক্ষোভ সমাবেশে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

(দ্য রিপোর্ট/এইউএ/ এনডিএস/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর