thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সাতক্ষীরায় ট্রাক ভাঙচুর, আগুন, আটক ৭

২০১৪ জানুয়ারি ০৮ ১৭:০৯:১৬
সাতক্ষীরায় ট্রাক ভাঙচুর, আগুন, আটক ৭

সাতক্ষীরা সংবাদদাতা : জেলায় বুধবার সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুরে একটি ট্রাক ভাঙচুর করে জামায়াত-শিবিরকর্মীরা।

সদর উপজেলার ধুলিহর বেড়বাড়ি গ্রামে মঙ্গলবার রাতে জহিরুদ্দীন চৌকিদারের বাড়ি ভাঙচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করে।

এদিকে, মঙ্গলবার রাতে সদর উপজেলার বাবুলিয়া এলাকায় দুটি ট্রাকে আগুন দেয় জামায়াত-শিবিরকর্মীরা।

জেলার কোথাও বুধবার সকাল থেকে কোনো মিছিল, সমাবেশ বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীন রুটে কিছু কিছু যান চলতে দেখা গেছে। শহরের অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এমএআর/জানুযয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর