thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

মেক্সিকোতে বিরল প্রজাতির তিমি উদ্ধার

২০১৪ জানুয়ারি ০৮ ১৭:১৬:৪১
মেক্সিকোতে বিরল প্রজাতির তিমি উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর একটি সমুদ্র সৈকত থেকে বিরল প্রজাতির সংযুক্ত দু্ইটি ধূসর তিমি উদ্ধার করেছে একদল জেলে। সামুদ্রিক জীব বিজ্ঞানীরা এই জোড়া লাগানো তিমি দুইটিকে ‘অত্যন্ত বিরল’ বলে অভিহিত করেছেন।

১৩ ফুট লম্বা ওই তিমি দুইটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিমি দুইটির আলাদা আলাদা অঙ্গপ্রতঙ্গ রয়েছে। তবে তিমি দুইটি কোমরের কাছে সংযুক্ত বলে সামুদ্রিক জীববিজ্ঞানী বেনিতো বেরমুদেজ জানিয়েছেন।

ধূসর তিমিদের অভয়ারণ্য হিসেবে খ্যাত বাজা ক্যালিফোর্নিয়ায় এ প্রজাতির তিমির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

প্রতি বছর শীতকালে হাজার হাজার ধূসর তিনি বেরিং সাগর থেকে উষ্ণ পানির বাজা সাগরে চলে যায়। এ সময় শিকারির হাতে ধরা পড়ে অনেক তিমি। সূত্র: এএফপি

(দ্য রিপোর্ট/কেএন/এনডিএস/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর