thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালন

২০১৪ জানুয়ারি ০৮ ১৭:১৭:১৫
কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালন

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতিক ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে নির্মল সেন মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর হল রুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নির্মল সেন মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম খায়রুল আলম খান।

স্মরণসভায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আ স ম আঃ হক, কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, সহযোগী অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, সহদেব বৈদ্য, দেবতোষ দে, বাপার্ডের সহকারী পরিচালক আব্দুল গনি মিনা, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সুব্রত সাহা বাপী, খান-চমন-ই-এলাহী, রতন সেন কংকন, মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গলাল দাস, উদীচী কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক অশোক কর্মকার প্রমুখ।

স্মরণসভায় বক্তারা নির্মল সেনের শেষ ইচ্ছা তার নিজ বাড়িতে একটি মহিলা কলেজ স্থাপনের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান।

উল্লেখ্য, ২০১৩ সালের ৮ জানুয়ারি নির্মল সেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ৮২ বছর বয়সে পরলোকগমন করেন। ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার দিঘিরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুরেন্দ্রনাথ সেন গুপ্ত। মাতার নাম লাবণ্যপ্রভা সেনগুপ্তা। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে নির্মল সেন পঞ্চম।

(দ্য রিপোর্ট/আরএসকে/এপি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর