thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সন্ধ্যায় গণভবনে যাচ্ছেন রওশন

২০১৪ জানুয়ারি ০৮ ১৭:৩৬:৪৪
সন্ধ্যায় গণভবনে যাচ্ছেন রওশন

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বুধবার সন্ধ্যায় গণভবনে যাচ্ছেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আযাদ।

প্রতিনিধি দলে আরো কয়েকজন সিনিয়র নেতা রওশন এরশাদের সঙ্গে থাকবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের পর ১০ম জাতীয় সংসদে সবোর্চ্চ সংখ্যক আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির নেতারা। তাই জাতীয়পার্টিই হচ্ছে আগামী দিনের প্রধান বিরোধী দল। এক্ষেত্রে রওশন এরশা্দই বিরোধী দলের নেতা হচ্ছেন বলে জাতীয়পার্টি সূত্র জানিয়েছে।

জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী বলেই ভোটে অংশ নিয়েছি। কিন্তু দেশের জনগণের মনের ভাষা উপলব্ধি করে জাতীয় পার্টির আহ্বান সংঘাত-সহিংসতার কর্মসূচি পরিহার করে সংবিধানের আলোকে আগামীতে সকল দল ও মানুষের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চলমান রাজনৈতিক সহিংসতার অবসান হোক।

(দ্য রিপোর্ট/কেএ/সাআ/এইচএসএম/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর