thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সিরাজগঞ্জে পেট্রোলবোমায় নিহতের ঘটনায় আটক ১০

২০১৪ জানুয়ারি ০৮ ১৭:৩৬:০২
সিরাজগঞ্জে পেট্রোলবোমায় নিহতের ঘটনায় আটক ১০

সিরাজগঞ্জ সংবাদদাতা : বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে। বুধবার ভোরে মামলাটি করা হয়।

উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি আলুভর্তি ট্রাকে মঙ্গলবার রাতে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। আগুনে ঘটনাস্থলেই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গনেশপুর গ্রামের সবজি ব্যবসায়ী মিলন নিহত হন।

ওই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সকাল থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোরে নলকা ও হোরগাতি এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/এফএস/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর