thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

১১ আসন বাদ রেখেই বৃহস্পতিবার শপথ

২০১৪ জানুয়ারি ০৮ ১৮:০৫:৩০
১১ আসন বাদ রেখেই বৃহস্পতিবার শপথ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া একটি আসন, স্থগিত থাকা ৮টি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দু’জন নির্বাচিত সংসদ সদস্যকে বাদ রেখেই বৃহস্পতিবার শপথ অনুষ্ঠিত হবে ২৮৯ জন জনপ্রতিনিধির।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

সংসদ সচিবলায়ের উপ-পরিচালক (গণসংযোগ) এসএম মঞ্জু বৃহস্পতিবার সকাল ১০টায় এ শপথ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু জানিয়েছেন গেজেট হওয়ার পরপরই পুরাতন সংসদের মেয়াদ শেষ হয়ে যায়। সে ক্ষেত্রে নতুন সংসদ সদস্যদের শপথ পড়তে কোনো বাধা নেই।

মোট ৩০০ আসন বিশিষ্ট জাতীয় সংসদের ১৫৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ১৫১ জন ও ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত ১৩৮ জন জনপ্রতিনিধিকে এই শপথ পড়ানো হবে।

উল্লেখ্য ৫ জানুয়ারির নির্বাচনে ১৩৯ আসনের ফল ঘোষণা করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এককভাবে দুটি আসনে নির্বাচিত হওয়ায় রংপুর-৬ আসন ছেড়ে দিতে হচ্ছে। অবশ্য নির্বাচন কমিশন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৩ আসনসহ মোট ২৯০টি আসনের গেজেট প্রকাশ করেছে।

নির্বাচনী সহিংসতায় স্থগিত থাকা ৮টি সংসদীয় আসনের পূর্ণাঙ্গ ফলাফল না আসায় এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিন এবং যশোর-২ আসনের মনিরুল ইসলামের নাম বাদ দিয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতা থাকায় বৃহস্পতিবারই শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে সংসদ সচিবলায় সূত্র থেকে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এইচআর/এনডিএস/এইচএসএম/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর