thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

এরশাদও শপথ নেবেন : রওশন

২০১৪ জানুয়ারি ০৮ ১৮:১১:৩১
এরশাদও শপথ নেবেন : রওশন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এরশাদ আমাদের সঙ্গেই আছেন। উনি আমাদের উৎসাহ ও নির্বাচনে যেতে নির্দেশ দিয়েছেন। তিনিসহ জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা বৃহস্পতিবার শপথ নেবেন।’

জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বুধবার সন্ধ্যায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়ির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।

তিনি বলেন, ‘উনার (এরশাদ) উপর যাতে বেশি চাপ না পড়ে সে জন্য উনি হাসপাতালে আছেন। এখন উনি কিছুটা সুস্থ। হয়তো ডাক্তার ছেড়ে দেবে। উনি আমাদের সঙ্গেই আছেন।’

রওশন এরশাদের সাংবাদিক সম্মেলনের আগে সংসদ ভবনে জাতীয় পার্টির কক্ষে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন জাপার নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৈঠকে রওশন এরশাদকে বিরোধী দলের নেতা হিসেবে জাপার সংসদ সদস্যরা মনোনীত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, আবু হোসেন বাবলা প্রমুখ।

রওশন এরশাদ বলেন, ‘আমরা অনেক এলাকাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারিনি। ফান্ডের সমস্যা ছিল। চেয়ারম্যান অসুস্থ। ৩৩টি জায়গায় আমাদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আল্লাহর রহমত ও আপনাদের দোয়া চাই।’

নিজের বিরোধী দলের প্রধান হওয়া প্রসঙ্গে রওশন বলেন, ‘চেয়ারম্যান বলেছেন, উনি রাষ্ট্রপতি ছিলেন। এরশাদ আমাকে সমর্থন দিয়েছেন। দোয়া দিয়েছেন। বিরোধী দল হিসেবে অনেক দায়িত্ব, অনেক চাপ। আপনারা দোয়া করবেন।’

তিনি বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষায় আমরা নির্বাচনে গিয়েছি। প্রধান দুই দলকে বলবো আলোচনায় বসুন। আলোচনায় বসলে সমস্যার সমাধান হতে পারে। আলোচনা করলে মধ্যবর্তী নির্বাচনও হতে পারে।’

রওশন আরো বলেন, ‘জাপা নির্বাচনমুখী দল। ১৯৯১ সাল থেকে আমাদের উপর অনেক জুলুম-নির্যাতন চলেছে। আমাদের চেয়ারম্যান জেল থেকে নির্বাচিত হয়েছেন। উনি ৫টি আসনেই জয়লাভ করেছেন। আমরা সংঘাত-সহিংসতায় বিশ্বাস করি না। এ জন্যই আমরা নির্বাচনে গিয়েছি।’

(দ্য রিপোর্ট/সাআ/এমএআর/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর