thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৩৩ নেতাকর্মী জেলহাজতে

২০১৪ জানুয়ারি ০৮ ১৮:১১:২৫
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৩৩ নেতাকর্মী জেলহাজতে

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচংয়ে হরতালে নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৩৩ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুধবার দুপুরে আদালতে মামলার অভিযুক্ত বিএনপি-জামায়াতের ৩৫ নেতাকর্মী জামিনের আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা ইসলাম দুইজনের জামিন মঞ্জুর করে বাকিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ৭ নভেম্বর দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে অভিযুক্তরা কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটায়।

এ সব ঘটনায় বুড়িচং থানা পুলিশ বাদি হয়ে ১৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়হাজার নেতাকর্মীর নামে মামলা দায়ের করে।

পরবর্তীতে অভিযুক্তরা উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করে। দীর্ঘসময় জামিনে থাকার পর বুধবার ৩৫জন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন চাইলে বিজ্ঞ আদালত ২ জনের জামিন মঞ্জুর করে বাকিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এ বিষয়ে আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম দ্য রিপোর্টকে জানান, এটি একটি রাজনৈতিক মামলা। মামলাটি নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে ষড়যন্ত্র হিসেবে দেওয়া হয়েছে। তাদের জামিন আবেদন খারিজ করে দেওয়ায় আমরা সংক্ষুব্ধ। পুনরায় দায়রা জজ আদালতে আমরা তাদের জামিন আবেদন করবো।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচ/এপি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর