thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হয়নি : নাসিম

২০১৪ জানুয়ারি ০৮ ১৮:২০:২২
প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হয়নি : নাসিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, এবার সবার প্রত্যাশা অনুযায়ী অংশীদারিত্বমূলক নির্বাচন আমরা করতে পারিনি, এটা স্বীকার করি।

বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং খালেদা জিয়ার অসহযোগিতার জন্য আমরা এটা করতে পারিনি বলে অভিযোগ করেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘জামায়াত ছেড়ে সরকারকে সহযোগিতা করলে বিএনপিকেও সরকার সহযোগিতা করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করলে জামায়াতকে ছেড়ে সরকারকে সহযোগিতা করুন। তা হলে সরকারও আপনাদের সহযোগিতা করবে। আপনারা আমাদের পরামর্শ শুনুন আমরাও আপনাদের পরামর্শ শুনবো।’

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ সময় তিনি বৃহস্পতিবার রাজনাধীতে প্রতিবাদ সমাবেশ করারও ঘোষণা দেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘অনেক করেছেন। দয়া করে শান্ত হন। পাঁচ বছরে অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি, পারবেনও না। কারণ আওয়ামী লীগ জনগণের দল। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করলে স্থির হন, আমাদের সহযোগিতা করুন। আমরাও আপনাদের সহযোগিতা করবো।’

সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত সরকারের সময় আমাদের কিছু ভুল ছিল। কিন্তু এবার আর কোনো ভুল করা যাবে না। এবার ভুল করলে জনগণ আমাদের ক্ষমা করবে না। আমাদের সতর্ক থাকতে হবে।’

সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে নাসিম বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলা পূর্বপরিকল্পিত। এর সঙ্গে বিএনপি-জামায়াত শুধু নয় অন্যরাও জড়িত। জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।’

বর্ধিত সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির কোনো নেতাকেই ছাড় দেওয়া যাবে না, সুযোগও নেই। বর্তমানে দেশের সকল নৈরাজ্যের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের ছাড় দিলে জনগণ আমাদের ক্ষমা করবে না।’

প্রধানমন্ত্রীকে ’৭৫ এর পরিণতি বরণ করতে হবে- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি দু-দুইবার ঢাকা বারের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান। তার মতো এত বড় মাপের আইনজীবীর মুখে প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কথা মানায় না। একজন আইনজীবী হিসেবে আমার এ জন্য লজ্জা হয়।’

লণ্ডন থেকে বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ সম্মেলনের সমালোচনা করে তিনি বলেন, ‘তারেক রহমান ’৭২-এর সংবিধানের বিরোধিতা করে সন্ত্রাসীদের নৈরাজ্য চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আইএসআইয়ের (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) প্রেসক্রিপশনে খালেদা জিয়ার নেতৃত্বে পরাজিত শত্রুরা দেশের শান্তি নষ্ট করতে চায়।’

মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, জাসদ নেতা মীর হোসেন আক্তার, সাম্যবাদী দলের হারুণ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এইউএ/আরকে/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর