thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

নিউ ইয়র্ক টাইমসকে জামায়াত প্রসঙ্গে খালেদা

‘সময় এলে দেখা যাবে’

২০১৪ জানুয়ারি ০৮ ১৮:২৭:৫৮
‘সময় এলে দেখা যাবে’

দ্য রিপোর্ট ডেস্ক : জোট শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্নের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সময় আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ মুহূর্তে নয়।’

নিউইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে সোমবার জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন কি না-এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া এ উত্তর দেন।

বিএনপি কখন জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ভেঙে দেবে বলে খালেদা জিয়াকে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে আমাদের কোনো স্থায়ী জোট নেই। এই মুহূর্তে আমি বলতে পারছি না। কিন্তু যখন সময় আসবে তখন দেখা যাবে।’

নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে ‘সহিংসতা’ এবং ‘জঙ্গি’ জামায়াতকে ছেড়ে সংলাপে আসার কথা জানান। হাসিনা বলেন, ‘যতদিন বিএনপির কাঁধে জামায়াত থাকবে ততদিন কোনো গঠনমূলক আলোচনা সম্ভব নয়।’

সোমবার বিবিসি বাংলাকে দেওয়া আরেক সাক্ষাৎকারে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) হুকুম করতে পারেন না। তিনিও জামায়াতের সঙ্গে ছিলেন। তিনি জামায়াতের সঙ্গে ক্ষমতা ভাগের কথাও ভেবেছিলেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী পার্টি চালাব না। আমরা একটি স্বাধীন পার্টি। সুতরাং আমরা আমাদের পার্টি নিজেদের পন্থাতেই চালাব।’

খালেদা জিয়া আন্তর্জাতিক গণমাধ্যমটিকে বলেন, ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু তাদেরকে প্রথমে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সব সিনিয়র নেতারা কারাগারে রয়েছেন। এ ছাড়াও অনেক কর্মীও কারাগারে আছেন। অন্য সিনিয়র নেতারা আত্মগোপনে আছেন। তাদেরকেই পরিবেশ স্বাভাবিক করতে হবে।’

উল্লেখ্য, নিউ ইয়র্ক টাইমস এর বিশেষ প্রতিনিধি ও এশিয়া অঞ্চলের পলিটিক্যাল এডিটর অ্যালেন বেরি সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার গ্রহণ করেন। এর আগে গত শুক্রবার তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাইলেও পুলিশ তাকে বাধা দিয়ে ফিরিয়ে দেয়।

(দ্য রিপোর্ট/টিএস/এনডিএস/এনডিএস/জানুয়ারি ০৮,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর