thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

অবরোধ কর্মসূচি চলবে : বিএনপি

২০১৪ জানুয়ারি ০৮ ১৮:৩৪:৫৭
অবরোধ কর্মসূচি চলবে : বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বিরোধী দলের চলমান দেশব্যাপী অবরোধ কর্মসূচি বহাল থাকার ঘোষণা দিয়েছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন। বুধবার সন্ধ্যায় সংবাদপত্রে পাঠানো দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি বহাল থাকার ঘোষণা দেওয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান অনির্দিষ্টকালের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে ১৮ দলীয় জোটের সব নেতাকর্মী ও দেশবাসীকে উদাত্ত আহ্বান জানান।

ফখরুল অভিযোগ করেন, ‘প্রহসনের নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিধনের লক্ষ্যে দেশকে চরম নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি বলেন, ‘৫ জানুয়ারি পাতানো, প্রহসনমূলক ও দেশ-বিদেশে সবার কাছে অগ্রহণযোগ্য দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে সরকার। দেশব্যাপী যৌথবাহিনী দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি সন্ত্রাসীদের দিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন নিপীড়ন চালাচ্ছে।’ এ সব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘পাতানো নির্বাচন নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার সমালোচনার মুখে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে। যৌথবাহিনী দিয়ে মঙ্গলবার সারাদেশে বিরোধী দলের তিন শতাধিত নেতাকর্মীকে গ্রেফতার এবং যৌথবাহিনী ও তাদের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। নিজেদের লোকদের দিয়ে স্কুলঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পোড়ানো হয়েছে। অথচ এর দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর।’

তিনি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ন্যক্কারজনক পরিকল্পিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশলের মাধ্যমে তীব্র গণআন্দোলনকে কোনোভাবেই স্তব্ধ করতে পারবে না সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘সব ধর্ম-বর্ণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা মোকাবিলায় জোটের নেতাকর্মী ও দেশবাসীকে সদা সতর্ক থাকা এবং নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।’

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এনডিএস/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর