thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সুনামগঞ্জে আ.লীগ নেতাসহ আটক ২

২০১৪ জানুয়ারি ০৮ ১৯:২৬:৫৪
সুনামগঞ্জে আ.লীগ নেতাসহ আটক ২

সুনামগঞ্জ সংবাদদাতা : জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক ও প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

নিজ বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। তারা হলেন- দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদ এবং উরুরগাও গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মনির হোসেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় চেয়ারম্যান আব্দুস সোবহান দ্য রিপোর্টকে জানান, মনির হোসেন একজন দিনমজুর। সে ঘটনার সঙ্গে জড়িত নয়। তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর