thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

যশোর জেলা জামায়াত অফিসে তল্লাশি

২০১৪ জানুয়ারি ০৮ ১৯:৩৪:১১
যশোর জেলা জামায়াত অফিসে তল্লাশি

যশোর সংবাদদাতা : যশোর জেলা জামায়াতে ইসলামীর অফিসে দুই ঘণ্টা তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে অফিসটি থেকে আপত্তিকর কিছু পাওয়া যায়নি।

যশোর পুলিশের মুখপত্র সদর সার্কেল এএসপি রেশমা শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি দ্য রিপোর্টকে জানান, জামায়াত অফিস থেকে কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জব্দ কাগজপত্রের মধ্যে আপত্তিকর কিছু নেই।

এদিকে, জেলা জামায়াত অফিসে পুলিশি তল্লাশির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার কেন্দ্রীয় নেতা মাওলানা আজীজুর রহমান, জেলা আমির অধ্যাপক আবদুর রশিদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ইদ্রিস আলী।

এক বিবৃতিতে তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের কোনো অভিযান মেনে নেওয়া যায় না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা দেড়টা থেকে সোয়া তিনটা পর্যন্ত যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রর নেতৃত্বে অর্ধশত পুলিশ ও ডিবি সদস্যরা জামায়াত অফিসে তল্লাশি চালায়। তল্লাশিকালে পুলিশের বিশাল বহর শহরের বারান্দীপাড়ায় জামায়াত অফিসের চারপাশ ঘিরে রাখে।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/রা/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর