thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘দেশের অর্থনৈতিক অবস্থা ভালো : ক্ষমতায় আসবে কংগ্রেস’

২০১৪ জানুয়ারি ০৮ ১৯:৫০:৪৩
‘দেশের অর্থনৈতিক অবস্থা ভালো : ক্ষমতায় আসবে কংগ্রেস’

কলকাতা প্রতিনিধি : ভারতীয় অর্থনীতি মন্দার রেশ কাটিয়ে ক্রমশ ভালোর দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। নয়া দিল্লিতে বুধবার প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

দেশের অর্থনীতির পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের ফলাফল নিয়েও আশাবাদী মনমোহন সিং। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসই জয়লাভ করবে বলে বেশ জোরের সঙ্গে বলেন তিনি।

ভারতের কেন্দ্রীয় সরকারের বারবার আশ্বাস সত্ত্বেও দেশের অর্থনীতিতে সুদিন ফেরার কোনো ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না। অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে বিভিন্ন মহলে। লোকসভা ভোটের ঠিক কয়েকমাস আগে দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের এই আশঙ্কা দূর করতে মরিয়া দেশের প্রধান শাসক দল কংগ্রেস। প্রবাসীদের অনুষ্ঠানে তাই প্রধানমন্ত্রীর ভাষণে দেশের অর্থনীতির প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পেয়েছে। এ সময় প্রবাসীদের সমস্ত আশঙ্কা দূর করার চেষ্টা করেন ভারতে ‘উদার অর্থনীতির প্রবর্তক’ মনমোহন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য ভেতরের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিকেও দায়ী করেছেন তিনি।

দ্বাদশ প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ ও সামাজিক সমস্যা নিয়ে আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন তোলেন। দেশের রাজনীতি ও প্রশাসন নিয়ে অনেকের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। ভারত ক্রমশ অতীতের গৌরব হারিয়ে ফেলছে বলে ভারতের বাইরে একটা ধারণা তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘ভারতের অর্থনীতির বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে কোনো আশঙ্কার অবকাশ নেই। খারাপ সময়কে পেছনে ফেলে ক্রমশ ভালোর দিকে এগোচ্ছে দেশ। সব আশঙ্কাকে দূরে সরিয়ে দেশের অর্থনীতি সম্পর্কে ইতিবাচক মনোভাব বজায় রাখার আবেদন জানাচ্ছি।’

এ সময় দেশ একটি শক্ত অর্থনৈতিক বুনিয়াদের ওপর দাঁড়িয়ে আছে বলেও দাবি করেন তিনি।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর