thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

লিবিয়ায় ৫৪ মিলিয়ন ডলার ছিনতাই

২০১৩ অক্টোবর ২৯ ১১:৪৬:০৯
লিবিয়ায় ৫৪ মিলিয়ন ডলার ছিনতাই

দিরিপোর্ট২৪ ডেস্ক : বন্দুকের মুখে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ভ্যান থেকে ছিনিয়ে নেয়া হলো ৫৪ মিলিয়ন ডলারের বিদেশি ও স্থানীয় মুদ্রা। খবর বিবিসি’র।

রাজধানী ত্রিপোলী থেকে ৫০০ কিলোমিটারর দূরের শিরতে শহরে সোমবার ডাকাতির এই ঘটনাটি ঘটে। বিমানবন্দর থেকে ভ্যানটি শহরের দিকে যাওয়ার পথে দশজনের ডাকাত দলটি আক্রমণ করে।

শিরতে কাউন্সিলের প্রধান আবদেল-ফাত্তাহ মোহাম্মাদ একে পুরো লিবিয়ার জন্য বিপর্যয় বলে উল্লেখ করেন।

টাকা বহনকারী ভ্যানের পেছনে একটি মাত্র নিরাপত্তা যান ছিল। নিরাপত্তাকর্মীরা বলেন, দশজন আক্রমণকারীকে তারা প্রতিরোধ করতে অসমর্থ ছিলেন।

২০১১ সালের গৃহযুদ্ধের পর থেকে লিবিয়ায় বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এর আগে জুলাই মাসে শিরতে শহরে বড় ধরনের দুটি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতরা ছিনিয়ে নিয়ে ছিলো ৫ লাখ লিবিয়ান দিনার।

গাদ্দাফির পতনের পর শিরতে ছিল তার সমর্থকদের বড় ঘাঁটি।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর