thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

শহীদ মনসুর আলী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

২০১৪ জানুয়ারি ০৮ ২০:৩২:৪৩
শহীদ মনসুর আলী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাবনার শহীদ মনসুর আলী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যথাসময়ে সম্পদ বিবরণী কমিশনে দাখিল না করার দায়ে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে বুধবার রাজধানীর রমনা থানায় মামলাটি (মামলা নং-১৯) দায়ের করেন।

দুদকের এ কর্মকর্তা দ্য রিপোর্টকে বলেন, ‘কমিশন থেকে মো. আব্দুল মান্নান খানকে সম্পদ বিবরণীর নোটিশ করা হলেও তিনি তাতে কোন উত্তর দেননি। ফলে কমিশন আইন অনুসারে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।’

দুদক সূত্র জানায়, অধ্যক্ষ আব্দুল মান্নানকে ২০১৩ সালের ২০ নভেম্বর তার স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পদের হিসাব সাত দিনের মধ্যে কমিশনে দাখিল করার নোটিশ করা হয়। কমিশনের এ আদেশ পাওয়ার পরও তিনি কমিশনে তার সম্পদ বিবরণী জমা দেননি। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

সূত্র আরও জানায়, ২০১৩ সালে আব্দুল মান্নান খানের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মামলার পর তাকে সাময়িক বরখান্ত করা হয়েছিল।

সাত লাখ ১০ হাজার ৪৫১ টাকা আত্মসাতের দায়ে দুদকের উপ-সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে পাবনা থানায় ওই মামলাটি দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর