thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

পাবনায় এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ০৮ ২০:৪৪:০১
পাবনায় এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

পাবনা সংবাদদাতা : জেলার আমিনপুর থানার মাসুমদিয়া এলাকায় নিখোঁজ হওয়ার তিনদিন পর বুধবার বিকেলে আব্দুল মান্নাফ (৩৫) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, মাসুমদিয়া ইউনিয়নের ভূইয়াপাড়ার ব্যবসায়ী আব্দুল মান্নাফকে তিনদিন আগে অজ্ঞাত এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মাসুমদিয়ার পার্শ্ববর্তী ভূইয়াপাড়ার গম ক্ষেতের মধ্যে বুধবার বিকেল ৫টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর