thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রাষ্ট্রদ্রোহীতার অপরাধে মাহবুবের বিরুদ্ধে ডায়েরি

২০১৪ জানুয়ারি ০৮ ২১:১২:১৭
রাষ্ট্রদ্রোহীতার অপরাধে মাহবুবের বিরুদ্ধে ডায়েরি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদানে রাষ্ট্রদ্রোহীতার দায়ে সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ।

বুধবার শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম এই ডায়েরিটি করেন। তিনি জানান, সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারের প্রতি ঘৃণা ও অবজ্ঞা প্রকাশের মাধ্যমে বাংলাদেশ প্যানাল কোড ১২১-ক, ১২৪-ক মোতাবেক অপরাধ করেছেন খন্দকার মাহবুব হোসেন। তাই আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ডায়েরি করা হয়েছে। (যার নম্বর ৩৯৬)।

এতে উল্লেখ করা হয়, খন্দকার মাহবুব হোসেন ২ জানুয়ারি সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে এক সভায় সরকারের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য প্রদান করেন। সকাল ১১টা থেকে ১টা ১৫ পর্যন্ত চলা ওই সভায় দেওয়া এই বক্তব্য বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করা হয়েছে।

এ ধরনের কাল্পনিক বক্তব্য সরকারের প্রতি অবজ্ঞা ও জনগণের মনে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যেই প্রদান করা হয়েছে বলে ডায়রিতে উল্লেখ করা হয়েছে।

তার এ বক্তব্যের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা হয়েছে।

জনগণের মনে সরকারের প্রতি বিদ্বেষ ছড়ানো ও পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করার কারণে তিনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন।

(দ্য রিপোর্ট/এএইচএ/এসবি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর