thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

দিলকুশায় স্টাফবাসে আগুন

২০১৪ জানুয়ারি ০৮ ২১:৩৬:৪৯
দিলকুশায় স্টাফবাসে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বাবুল কোম্পানির একটি স্টাফবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।

বাসটির চালকের সহযোগী মো. রানা দ্য রিপোর্টকে জানান, প্রতিদিনের মতো বাসটি স্টাফদের নামিয়ে রূপালি ব্যাংকের পাশের খালি জায়গায় রাখা হয়েছিল। রাত ৯টা ২২ মিনিটের দিকে সোনালী ব্যাংকের গলি থেকে দুর্বৃত্তরা এসে বাসটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়।

তিনি আরো জানান, বাসটিতে এ সময় কেউ না থাকায় কোনো হতাহত হয়নি।

বাসটিতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) স্টাফদের আনা-নেওয়া করা হতো।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মতিঝিল থানার অপারেশন অফিসার এসআই আব্দুর রহমান জানান, সোনালী ব্যাংকের গলি থেকে দুর্বৃত্তরা এসে বাসটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমএআর/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর