thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বেনাপোলে আমদানি-রফতানি স্থবির

২০১৩ অক্টোবর ২৯ ১১:৫৩:২৭
বেনাপোলে আমদানি-রফতানি স্থবির

বেনাপোল সংবাদদাতা : ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি স্থবির হয়ে পড়েছে। আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। শুল্ক ভবনের কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্যবোঝাই কোনো ট্রাক ছেড়ে যায়নি।

বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং ওয়েলফেয়ার এজেন্টের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, বাংলাদেশে হরতালের কারণে বেনাপোল বন্দরে মালামাল ঠিকমতো আনলোড করতে না পারায় পেট্রাপোল থেকে বনগাঁ পর্যন্ত হাজারখানেক ট্রাক আটকা পড়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ভারত-বাংলাদেশ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীসংখ্যা অন্যদিনের তুলনায় অনেক কম।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, নাশকতা এড়াতে বেনাপোল বন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর