thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সীতাকুণ্ডে নির্বাচনী সহিংসতায় ৪ মামলা, আটক ১২

২০১৪ জানুয়ারি ০৮ ২২:৪১:০৯
সীতাকুণ্ডে নির্বাচনী সহিংসতায় ৪ মামলা, আটক ১২

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী সহিংসতার ঘটনায় ৪টি মামলা দায়ের করেছে পুলিশ ও ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক।মামলায় ১২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০সহ মোট ৪২৬ জনকে আসামি করা হয়েছে।

সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, পুলিশ বাদী হয়ে ৩টি এবং আগুনে পুড়ে যাওয়া গাড়ীর মালিক বাদী হয়ে ১টি মামলা দায়ের করেছেন সীতাকুন্ড থানায়। নির্বাচনের আগের দিন রাতে এবং নির্বাচনের দিন উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও সংঘর্ষের ঘটনায় তাদের নামে মামলা করা হয়।

মঙ্গল ও বুধবার দায়ের করা ৪ মামলায় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০) যৌথবাহিনী অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর