thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

চট্টগ্রামে ৫ বাড়িতে অগ্নিকাণ্ড

২০১৪ জানুয়ারি ০৮ ২২:৪২:০৪
চট্টগ্রামে ৫ বাড়িতে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের শফিউল আলমের বাড়িতে বুধবার দুপুর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী দ্য রিপোর্টকে জানান, বুধবার দুপুর ৩টার দিকে অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরের ভেতর থাকা মূলবান আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, পাঠ্যবই, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএইচও/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর